News

অনলাইন নিউজ পোর্টাল থেকে কিভাবে আয় করবেন ?

অনলাইন নিউজ পোর্টাল থেকে যায় করার জন্য আপনাকে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমানে নিউজ লিখতে হবে। যেমন তেমন নিউজ লিখলে হবে না বরং মানসম্মত ভালো নিউজ চয়েজ করে পোস্ট করতে হবে।

এরপর এবং এর পাশাপাশি আপনার নিউজ লেখার মান খুব ভালো হতে হবে যাতে করে ভিউয়াররা আপনার ওয়েবসাইটে আকৃস্ট হয়। এবং যে নিউজ পাবলিশ করবেন তাতে অবশ্যই সত্যতা থাকতে হবে। আপনি আপনার মন গড়া নিউজ বানিয়ে লিখলে হয়তো প্রথম প্রথম ভিউয়ার আসবে কিন্তু পরে যখন বুঝতে পারবে আপনার নিউজ গুলি ভুঁয়া তখন আপনার ওয়েবসাইটে কেউ ভিসিট করবে না এতে করে আপনারই ক্ষতি হবে। তাই অবশ্যই আপনি যে নিউজটি লিখবেন সেটি ভালো করে বুঝে এবং প্রপার খোজ খবর নিয়ে লিখবেন। প্রথমে আপনার ভিউয়ার কম হলেও যখন আপনার লেখার মান ভালো হবে এবং খবরে সত্যতা থাকলে এমনিতেই আসতে আসতে ভিউয়ার বৃদ্ধি পাবে এবং আপনার ওয়েবসাইট আস্তে আস্তে গ্রো করবে।

যে সকল উপায়ে অনলাইন নিউজ পোর্টাল থেকে যায় করবেন :
যখন আপনি কোনো ননিউজ সাইট যেমন বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো ,আমার দেশ ইত্যাদি নিউস পোর্টাল সাইট ভিসিট করবেন , তখন লক্ষ্য করে দেখতে পাবেন একাধিক অ্যাড তাদের ওয়েবসাইট গুলোতে শো করছে মূলত একটি নিউস পোর্টাল ওয়েবসাইটের অধিকাংশ যায় এই এডগুলো থেকেই হয়ে থাকে। তো চলুন দেখে নেই কিভাবে নিউস পোর্টাল ওয়েবসাইট থেকে আর্ন করবেন :

১। ওয়েবসাইটে ” গুগল এডসেন্স ” বিজ্ঞাপন দেখিয়ে : আপনার সাইটে যে কোন বিজ্ঞাপন দেখানোর জন্য প্রধান শর্ত হলো সাইটে ভিসিটর/ট্রাফিক উল্লেখযোগ্য পরিমান থাকতে হবে। তবে গুগল এডসেন্সের কিছু শর্ত রয়েছে ,সেগুলো মেনে যদি আপনি আপনার সাইট পরিচালনা করেন এবং গুগল এডসেন্স আপনার সাইটে বিজ্ঞাপন দেখানোর জন্য এপ্রোভ করে তাহলে গুগল এডসেন্স থেকে খুব সহজে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

২। এড এস্পেস সেল : যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি পাবে ,তখন বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট/সার্ভিস ডাটা মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আপনার ওয়েবসাইটের খালি স্পেসগুলো এড দেয়ার জন্য ক্রয় করতে চাইবে। তাদের কাছে স্পেস বিক্রি/ভাড়া দিয়ে বিগ এমাউন্ট ইনকাম করতে পারবেন।

৩। ওয়েবসাইটের ট্রাফিক বিক্রি করে : বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি করার জন্য আপনার সাথে কন্টাক্ট/চুক্তি করবে , যেন আপনার সাইটে তাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেন, যেন লোকেরা লিংকটিতে ক্লিক করে তাদের ওয়েবসাইট ভিসিট করে। আর এভাবেই আপনি তাদের থেকে চুক্তি অনুসারে টাকা নিতে পারবেন।

তাছাড়া একটি নিউজ পোর্টাল থেকে আয় করা তুলনা মূলক অন্যান্য সাইট থেকে অনেক সহজতর বিষয় কারণ বিষয় ভিত্তিক ওয়েবসাইট তৈরি করে তাতেনিয়মিত কনটেন্ট আপলোড করে ওয়েবসাইটে ট্রাফিক আনা কিছুটা ডিফিকাল্ট। তবে নিউজপোর্টাল সাইট কন্টেন অনেক থাকে এবং তাতে বিষয়ও অনেক থাকে তাই তাতে লিখা কিছুটা সহজ, তাছাড়া আপডেট নিউস জানার জন্য মানুষের মন উদগ্রীব হয়ে থাকে।

তাই যদি আপনি আপনার নিউজপোর্টাল ওয়েবসাইটে নিয়মিত রিয়েল আপডেট নিউস লেখার মান রক্ষা করে আপলোড করতে পারেন তাহলে খুব অল্প সময়ে সফলতার সাথে আপনি আপনার নিউজপোর্টাল সাইট থেকে ইনকাম করতে পারবেন।

Credit : The Zoom IT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *